ইউনিয়ন পরিচিতি
ইউনিয়নের নাম করণ :- এক সময় এ এলাকাটি হিন্দু অধ্যূষিত এলাকা হিসাবে পরিচিত ছিল। তৎকালিন বৃটিশ শাসনামলে অত্র এলাকায় জমিদারীপ্রথা বিরাজ মান ছিল । তখনকার প্রভাবশালী জমিদার চন্দ্রনাথ সেন অত্র এলাকার জমিদার ছিলেন। তার নাম করনের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে চান্দুরা থেকে চাঁদভা নাম করন করা হয়।
ভৌগলিক অবস্থা : ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে উত্তর দক্ষিন বরাবর রত্নাই মরা নদী। উত্তর পূর্বে চিকনাই নদী এবং উত্তরের মধ্যবর্তী চাটমোহর উপজেলা সীমানা বরাবর অত্র চাঁদভা ইউনিয়নের ভূখন্ড। দক্ষিনে পাবনা সদর থানা।
ক নজরে চাঁদভা ইউনিয়ন
আয়তন : ৮৬.৯৬ একর
জনসংখ্যা (নারী/ পুরুষ) : নারী- ১৪৩১৬
পুরুষ- ১৪৯০৪
ঘনত্ব : ৪২৩ জন
ভোটার সংখ্যা : ১৫৪০৩ জন
নির্বাচনী এলাকা : ৭১ পাবনা ৪
উপজেলা : আটঘিরয়া
জেলা : পাবনা।
গ্রাম : ২১টি
মৌজা : ২১ টি
হাসপাতাল/ কমিউনিটি ক্লিনিক : ১। বেরুয়ান ২। সড়াবাড়িয়া ৩। ভরতপুর।
মোট খানা : ৪৩৫৩ (২০০৩ সনের সার্ভে অনুযায়)
ল্যাট্রিন বিতরন : ৪৫৭২-১০৫.৩০%
নলকূপ বিতরন : ২০১, তারা ২০২
৬ নং পাম্প যুক্ত রিং ওয়েল : ০৮ টি
মোট পনির উৎস : ৪১১ টি
আবাদী অনাবাদী জমি :
স্থাহ্য কেন্দ্র : ১ টি
পোষ্ট অফিস : ২ টি
নদ- নদী : ১টি
খেয়া ঘাট : ১টি
দর্শনীয় স্থান : বেরুয়ান মসজিদ, পুরাতন জমিদার বাড়ী।
আদিবাসী : ৪৫ জন
শিক্ষার হার : ৪৬.৬২%
স্থাস্থ্য ও কৃষি :
দূর্যোগ প্রবণ এলাকা কি না ? : না
হাট বাজার : ৩ টি
ব্যাংক : নাই
পাকা রাস্তা/ কাঁচা রাস্তা : ১২ কি: মি: পাকা ও ২৬ কি: মি: কাঁচা।
এনজিও : ৫ টি
আবাসন/ আশ্রয়ন : ১ টি ( মুক্তিযোদ্ধা পল্ল)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS