দর্শনীয় স্থান
চাঁদভা ইউনিয়নে দর্শনীয় স্থানের মধ্যে জমিদার চন্দ্রনাথ সেনের আমলে প্রতিষ্টিত নাম করা জমিদার বাড়ীটি বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। প্রায় ২০০ বছর আগে জমিদার চন্দ্রনাথ সেন এই বাড়ীটি তৈরী করেন। যা আজ পর্যন্তও এলাকার নিকট একটি ঐতিহ্যবাহী বাড়ী হিসেবে পরিচিত লাভ করে আছে।
যোগাযোগ ব্যবস্থা :-
উক্ত বাড়ীটিতে আসার রাস্তা হল পাবনা সদর থানা থেকে প্রথমে সি,এন,জি অথবা বাসে চড়ে কিংবা টেম্পু যোগে আসা যায়। পাবনা শহর থেকে প্রথমে আটঘরিয়ার উদ্দেশ্যে সি,এন,জি অথবা বাসে চড়ে কিংবা টেম্পুতে উঠে আটঘরিয়ায় আসেত হবে।
তারপর আটঘরিয়া বাজার থেকে সোজা চাদভা বাজারে নামতে হবে। চাদভা বাজারের একদম সাথে চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ীটি অবস্থীত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS