এক নজরে ২নং চাঁদভা ইউনিয়ন পরিষদ-
-২নং চাঁদভা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের অবস্থানের বিবরন-
ক্রমিক | বিবরন |
০১ | নামঃ চাঁদভা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র |
০২ | অবস্থানঃ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন |
০৩ | স্থাপন কালঃ ১১নভেম্বর ২০১০খ্রিঃ |
০৪ | যোগাযোগঃ জেলা ও উপজেলা সদর থেকে উত্তর দিকে প্রায় ১৫ কিঃমিঃ দুরুত্বে চাঁদভা বাজারে পাকা সড়কের পার্শ্বেঅবস্হিত। |
২নং চাঁদভা ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্র
সেবা প্রদানের ব্যবহারকৃত মালামালের তালিকা
ক্রঃনং | মালামালেরনাম | সংখ্যা | মন্তব্য |
১ | ডেস্কটপ কম্পিউটার | ১টি |
|
২ | ল্যাপটপ | ২টি |
|
৩ | লেমিনেটিংমেশিন | ১টি |
|
৪ | লেজারপ্রিন্টার | ১ টি |
|
৫ | কালারপ্রিন্টার | ১ টি |
|
৬ | ফটোস্ট্যাটমেশিন | ১টি |
|
৭ | ইন্টারনেটমডেম | ১ টি |
|
৮ | মাল্টিমিডিয়াপ্রজেক্টর | ১টি |
|
৯ | স্কীন | ১টি |
|
১০ | চেয়ার | ১টি |
|
১১ | ফ্রন্টটেবিল | ২টি |
|
১৩ | পেনড্রাইভ | ২টি |
|
১৪ | কার্ডরিডার | ২টি |
|
১৫ | ডিজিটালক্যামেরা | ১টি |
|
১৭ | স্ক্যানার | ১টি |
|
১৮ | স্পিকার | ২টি |
|
২২ | ডিভিডি | ১টি |
|
২৩ | ইউপিএস | ১টি |
|
-উদ্দ্যোক্তাপরিচিতি-
১।মোঃ আব্দুল হাই পিতাঃ মৃত আব্দুল গণি জোয়াদ্দার মাতাঃ মোছাঃছালেহাখাতুন গ্রামঃ হাপানিয়া পোষ্টঃ বেরুয়ান উপজেলাঃ আটঘরিয়া জেলাঃ পাবনা। মোবাইলনং-০১৭২৬৫১৪০২৫ ই-মেইল নং-zmah2010@gmail.com
| ২। মোছাঃরাশিদা খাতুন পিতাঃমোঃআব্দুর রশিদ গ্রামঃদঃ নাগদহ পোষ্টঃ চাঁদভা উপজেলাঃ আটঘরিয়া জেলাঃ পাবনা।
|
-সাবির্কতদারকি-
১।মোঃওলিউল্লাহ তথ্য সেবা কেন্দ্র সভাপতি ও চেয়ারম্যান ২নং চাঁদভা ইউনিয়ন পরিষদ আটঘরিয়া, পাবনা। মোবাইলনং- ০১৯২৫৩২৪০৭৫
| ২। মোঃফজলুল হক তথ্য সেবা কেন্দ্র সচিব ও ইউপি সচিব ২ নং চাঁদভা ইউনিয়ন পরিষদ আটঘরিয়া, পাবনা। মোবাইলনং- ০১৭১২৩১৪৩৮৬ |
- বিনামুল্যেপ্রদেয়সেবাসমুহ-
কৃষি, স্বাস্থ্য, আইন, মানবাধিকা, নাগরিকসেবা,পযর্টন, অকৃষিউদ্দ্যোগ, পরিবেশ, দুযোর্গব্যবস্থাপনা, বিজ্ঞান, তথ্যওযোগাযোগপ্রযুক্তি, শিল্পওবাণিজ্য, সাহিত্যওসাংস্কৃতি, শ্রমওকর্মসংস্থান।
-স্থানীয় আয় বর্ধন মুলক সেবা-
ইমেইল, স্ক্যানার, কম্পোজ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজ, ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে কথা বলা, ফটোষ্ট্যাট, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী ফর্ম, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি রেজিষ্ট্রিশন, জন্মসনদ, সনদপত্র, ভোটারআইডি, দলিল পত্র বা এ৩ সাইজের মধ্যে সীমাবদ্ধ যে কোন কাগজে লিখিত বা মুদ্রিত বিষয়ের প্রতিচ্ছবি করা হয়।
-কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-
চাঁদভা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৫জন।কোর্সফি ৩০০ টাকামাত্র।
কম্পিউটারপ্রশিক্ষণ ছাত্র/ছাত্রীদেরএম,এস,ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ফটোশপ, ইন্টারনেট সম্পের্কে পুর্ণ ধারনা দেওয়া হয়্ তাছাড়া কম্পিউটারের টাইপ বাংলা ও ইংরেজি সম্পুর্ন করা হয়।সেই সাথে প্রতি বিষয়ের উপর আলাদা আলাদা নোট সকলের হাতে ধরিয়ে দেওয়া হয়।
-ইন্টারনেট ব্যবহার করে বিদেশে স্বজনের সাথে কথা-
ইউনিয়ন এলাকার সাধারন মানুষ ও ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহর করে তারা তাদের প্রিজনকে দেখতে পাচ্ছে।সেই সাথে নিজেদের আপনজনের কাছে এখান থেকেই ইমেইল পাঠাতে পারছে।
-মাল্টিমিডিয়া প্রজেক্টর-
বিভিন্ন অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দিয়ে অর্থ আয় করা হচ্ছে এবং জনগনের মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে।
- ফটোষ্ট্যাট-
স্থানীয় বাজারের থেকে কমমুল্যে ফটোষ্ট্যাটের সুবিধা প্রদান করা হয়।
-কম্পিউটার কম্পোজ-
যে কোন ড্রাফ টকম্পিউটার এ টাইপ করে প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়।
-ছবিতোলা-
সুলভ মুল্যে ছবি তুলে ২মিনিটের মধ্যে সেবা দেওয়া হয়।
-স্ক্যানার-
যে কোন কাগজ সরাসরি স্ক্যানারের মাধ্যমে প্রিন্ট ইমেইল ও কম্পিউটারের রাখা হচ্ছে।
- দেশ বিদেশে মোবাইলে কথা বলা-
সাধারন মানুষ কে মোবাইলের মাধ্যমে ফোন কলে সেবা দেওয়া হচ্ছে।এতে সাধারন বিশেষ ভাবে উপকৃত হচ্ছে।
তথ্য কেন্দ্রের তথ্য দর্শন ও তথ্য ব্যবহার
ব্লগের ব্যবহার
শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার
ছাত্র/ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন পরীক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করছে এবং বিভিন্ন পত্রিকা সংগ্রহ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS