Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

ইউনিয়নের নাম করণ :- এক সময় এ এলাকাটি হিন্দু অধ্যূষিত এলাকা হিসাবে পরিচিত ছিল। তৎকালিন বৃটিশ শাসনামলে অত্র এলাকায় জমিদারীপ্রথা বিরাজ মান ছিল । তখনকার প্রভাবশালী জমিদার চন্দ্রনাথ সেন অত্র এলাকার জমিদার ছিলেন। তার নাম করনের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে চান্দুরা থেকে চাঁদভা নাম করন করা হয়।

 

ভৌগলিক অবস্থা : ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে উত্তর দক্ষিন বরাবর রত্নাই মরা নদী। উত্তর পূর্বে চিকনাই নদী  এবং উত্তরের মধ্যবর্তী চাটমোহর উপজেলা সীমানা বরাবর অত্র চাঁদভা ইউনিয়নের ভূখন্ড। দক্ষিনে পাবনা সদর থানা।