Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

১। ইউনিয়ন পরিষদ ১০ টি বাধ্যতামূলক কাজ করেন এবং ৩৮ টি ঐচ্ছিক কাজ করেন তালিকা নিম্নরুপ:

২। সার্বিস চার্টার বা সেবা প্রকাশ করে  থাকে :

 

নিম্ন বর্ণিত সার্বিস বা সেবা প্রদান করে থাকে:

 

১।  ভিজিডি খাদ্য শষ্য প্রদান

২। বয়স্ক ভাতা বিতরন।

৩। বিধবা/ স্বামী পরিত্যাক্তা ভাতা।

৪। প্রতিবন্ধি ভাতা প্রদান।

৫। মাতৃকালিন ভাতা।

৬। মুক্তিযোদ্ধা ভাতা।

৭। নাগরিকত্ব সনদ প্রদান

৮। জন্ম সনদ প্রদান।

৯। মৃত্যু সনদ প্রদান।

১০। জন্ম নিবন্ধন করন ও সনদ প্রদান।

১১। বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান।

১২। ওয়ারিশান সনদ প্রদান।

১৩। ট্রেড লাইসেন্স

১৪। শালীসি ব্যবস্থা করণ।

১৫। রাস্তাঘাট, পুল, কালভার্ট, নির্মান ও মেরামত।

১৬। সরকারী হাট বাজারের উন্নয়ন প্রকল্প রক্ষনা-বেক্ষন করা।

১৭। পানি সরবরাহ ও পানি নিস্কাশন।

১৮। সরকাএরর নির্দেশ অনুযায়ী ভিজিএফ সহ বিভিন্ন ত্রান সামগ্রি বিতরন।

১৯। আগুনে বাড়ী পুরা পরিবারের মধ্যে ত্রান সামগ্রী ও অনুদান  বিতরণ।

২০। বর্ষা ও বন্যার সময় জনগনের মধ্যে ত্রান বিতরণ।

২১। বৃক্ষ রোপন।

২২। বিভিন্ন কর , রেট টোল ফি আদায়।

২৩। শিক্ষা সংস্কৃতি ব্যবস্থা করণ।

২৪। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান যেমন- মসজিদ, মাদ্রাসা, মন্দির,গোরস্থান, ক্লাব ইত্যাদির উন্নয়ন প্রকল্প গ্রহণ।